ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ব্যবহৃত টয়লেট পেপার যখন অস্ত্র!

প্রকাশিত: ১৯:১৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

ব্যবহৃত টয়লেট পেপার যখন অস্ত্র!

অনলাইন ডেস্ক॥ ব্যবহৃত টয়লেট পেপার এবং সিগারেটের ছাই বেলুনে ভরে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় ছুড়ে ফেলছে প্রতিবেশী উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার আকাশে উড়ছে সারি সারি বেলুন। বেলুন ফাটলেই ঝরে পড়ছে ব্যবহার করা টয়লেট পেপার এবং সিগারেটের অংশ। বেলুনগুলো প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া থেকে উড়ে আসছে। দক্ষিণ কোরিয়াকে সবক শেখাতে এই ব্যবস্থা করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দুদেশ একে অপরকে উত্যক্ত করতে এর আগেও নানা বিচিত্র উপায় ব্যবহার করেছে। তার মধ্যে সাম্প্রতিকতম, গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া আন্ডারগ্রাউন্ড পরমাণু বোমা পরীক্ষা করার পর দক্ষিণ কোরিয়া কয়েক হাজার লাউডস্পিকারে পপ মিউজিক বাজিয়েছিল সীমান্তে। ব্যাপক আওয়াজে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার মানুষের ঘুম উড়ে গিয়েছিল। তারই প্রতিশোধে এবার উত্তর কোরিয়া পাঠাচ্ছে ব্যবহার করা টয়লেট পেপার।
×