ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

চীনকে ঠেকাতে মিশরকে হাত করছে আমেরিকা, সিসিকে দিচ্ছে দালালির পুরস্কার

প্রকাশিত: ২১:০৮, ২৫ জুলাই ২০২৫

চীনকে ঠেকাতে মিশরকে হাত করছে আমেরিকা, সিসিকে দিচ্ছে দালালির পুরস্কার

ছবি: সংগৃহীত

 অদৃশ্য শক্তি হয়ে মধ্যপ্রাচ্যের সব নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা ইসরায়েলকে ব্যবহার করছেন— বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সামনে রেখে একের পর এক মুসলিম দেশগুলোতে অশান্তি সৃষ্টি করতে তৎপর হয়ে উঠেছেন ট্রাম্প।

ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এবং ইরানের সঙ্গে ক্রমেই সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে মিশরকেও ভুলে যায়নি তারা। বরং দেশটির স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসির সরকারকে দেওয়া হচ্ছে একের পর এক পুরস্কার। এবার তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিশরের জন্য রেকর্ড পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুমোদনও দেওয়া হয়েছে।

৪.৭ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিশরের কাছে ৪.৭ বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় মিশর পাচ্ছে:

  • ৪টি MPQ-64 Sentinel Radar
  • শত শত Surface-to-Air ক্ষেপণাস্ত্র
  • Guidance System, লজিস্টিক সাপোর্ট ও প্রশিক্ষণ সহায়তা

মিশর এ চুক্তির আওতায় পাবে NASAMS (National Advanced Surface-to-Air Missile System) নামের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

এই সামরিক সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রের Raytheon Technologies Corporation (RTX Corp)।

চুক্তিটি এখনো চূড়ান্ত নয়। এটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। কংগ্রেস যদি আপত্তি না তোলে, তাহলে এই অস্ত্রচুক্তি চূড়ান্তভাবে কার্যকর হবে। এতে করে যুক্তরাষ্ট্রের ২৬ জন সরকারি কর্মকর্তা ও ৩৪ জন বেসরকারি ঠিকাদার মিশরে গিয়ে দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবেন বলে জানা গেছে।

শেখ ফরিদ 

×