ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধ থামাতে পারবেন একমাত্র ট্রাম্প: প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট

প্রকাশিত: ০৭:৫১, ২৩ মে ২০২৫; আপডেট: ০৭:৫২, ২৩ মে ২০২৫

নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধ থামাতে পারবেন একমাত্র ট্রাম্প: প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট

ছবি আলজাজিরা

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে “উদ্দেশ্যহীন” এবং “রাজনৈতিক যুদ্ধ” আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, এই ধ্বংসযজ্ঞ থামাতে পারেন কেবল একজন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক দিন আগেই এক বিবৃতিতে ওলমার্ট বলেছিলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে যে সামরিক অভিযান চালাচ্ছেন, তা “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং এতে “যুদ্ধাপরাধ” সংঘটিত হয়েছে। 

এবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, এই যুদ্ধ থেকে যে ফল আসতে পারে, তা এর চূড়ান্ত মূল্যকে ন্যায্যতা দিতে পারে না।

তিনি আরও বলেন, আমি বুঝি কেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, এমনকি নিষেধাজ্ঞার কথাও বলেছে—কারণ, ইসরায়েলি বাহিনী বিদেশি কূটনীতিকদের দিকেও গুলি ছুঁড়েছে পশ্চিম তীরে।

তবে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন্তব্য ওলমার্টের। তার মতে, যদি কোনো এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট—ডোনাল্ড ট্রাম্প—ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে স্পষ্ট ভাষায় বলেন, ‘এখন যথেষ্ট হয়েছে’, তাহলে সেটা সবচেয়ে কার্যকর হবে।

ওলমার্ট বলেন, আমি গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিপক্ষে। এ ধরনের যুদ্ধ যদি উদ্দেশ্যহীন হয়, আর যদি সম্ভাব্য ফলাফল যুদ্ধের খরচকে সঠিক প্রমাণ না করে, তাহলে কেন আমরা এটি চালিয়ে যাব?


গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরেও চলেছে ব্যাপক ধরপাকড় ও হামলা। এই অবস্থায় ইসরায়েলের ভেতর থেকেও যুদ্ধের বিরোধিতা জোরালো হচ্ছে।

এসএফ

×