ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদিতে সম্পত্তি কিনতে পারবে বিদেশিরা

প্রকাশিত: ২১:০২, ২৭ মার্চ ২০২৩

সৌদিতে সম্পত্তি কিনতে পারবে বিদেশিরা

মদীনা। ছবি: ইন্টারনেট থেকে

বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিতে পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। নতুন আইন পাস হলে বিদেশিরা সৌদি আরবের যেকোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। 

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ আলহাম্মাদ বলেছেন, বিদেশিদের সম্পত্তি কেনা সম্পর্কিত নতুন একটি আইন পর্যালোচনাধীন রয়েছে। এই আইনের আওতায় সৌদি নাগরিক নন, এমন বিদেশিরা মক্কা, মদিনাসহ সৌদি আরবের যে কোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।

নতুন এই আইনে বিদেশিরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায়ও সম্পত্তি কেনার সুযোগ পাবেন। আলহাম্মাদ বলেন, আইনটির প্রাথমিক খসড়ায় বিদেশিদের মক্কা এবং মদিনাসহ সৌদি আরবের সর্বত্রই সম্পত্তি কেনার অনুমতির বিধান রাখা হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট

 এসআর

×