ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিরল ডাইনোসরের কঙ্কাল নিলামে উঠছে

প্রকাশিত: ২৩:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বিরল ডাইনোসরের কঙ্কাল নিলামে উঠছে

বিরল একটি ডাইনোসরের কঙ্কাল নিলামে তোলা হচ্ছে

বিরল একটি ডাইনোসরের কঙ্কাল নিলামে তোলা হচ্ছে। আগামী মাসে প্যারিসে এ নিলাম হবে। ক্যাম্পটোসোরাস প্রজাতির ডাইনোসরের এ কঙ্কাল প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগের। এটি ১২ লাখ ৮০ হাজার ডলার বা ১২ লাখ ইউরোতে বিক্রি হতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে গত শতকের নব্বইয়ের দশকে ডাইনোসরের কঙ্কালটি পাওয়া যায়। ২০০০ সালে জীবাশ্মবিদ ব্যারি জেমস প্রাথমিকভাবে এটি সংরক্ষণের ব্যবস্থা নেন। তার নামানুসারেই কঙ্কালটির নাম দেওয়া হয় ব্যারি। কঙ্কালটি উচ্চতায় ২ দশমিক ১ মিটার। গত বছর কঙ্কালটি ইতালির পরীক্ষাগার জোইকে নেওয়া হয়।
সেখানে এটিকে সংরক্ষণের জন্য আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যারিসের নিলামকেন্দ্র হিসেবে পরিচিত হোটেল ড্রুয়োটে ডাইনোসরের কঙ্কালটির নিলাম হবে। নিলামকেন্দ্রের কর্মকর্তা আলেক্সান্দ্রে জিকুয়েলো বলেন, ‘এটি খুব ভালোভাবে সংরক্ষিত একটি নমুনা, যা একেবারে বিরল। উদাহরণ হিসেবে এর খুলির কথা বলতে পারি। এটির ৯০ শতাংশ ঠিকঠাক আছে। আর কঙ্কালের বাকি অংশের ৮০ ভাগ ভালো আছে। জিকুয়েলো বলেন, শিল্পকর্মের বাজারে ডাইনোসরের নমুনা খুব বিরল। বিশ্বজুড়ে বছরে হাতেগোনা কয়েকটি বেচাকেনা হয়। নিলামে বিক্রির আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে কঙ্কালটি নিয়ে প্রদর্শনী আয়োজনের কথা আছে।-এএফপি অবলম্বনে।

×