ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রত্নসম্পদ ফিরিয়ে দেবে ব্রিটেন

বিবিসি

প্রকাশিত: ২১:৩৮, ৮ আগস্ট ২০২২

প্রত্নসম্পদ ফিরিয়ে দেবে ব্রিটেন

প্রত্নবস্তুর

ব্রিটেনের রাজধানী লন্ডনের হরনিম্যান জাদুঘর জানিয়েছে, ১৯ শতকে বেনিন রাজ্য থেকে লুট করা ৭২টি প্রত্নসম্পদ নাইজিরিয়াকে ফিরিয়ে দেবেএসব প্রত্নবস্তুর মালিকানা হস্তান্তর করা হবে নাইজেরীয় সরকারের কাছেজানুয়ারি মাসে নাইজিরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস এ্যান্ড মনুমেন্টসের অনুরোধে এই সম্মতি দিয়েছে লন্ডনের জাদুঘরটিএ বিষয়ে নাইজিরিয়া ও যুক্তরাজ্যের কমিউনিটির সদস্য, পরিদর্শক, স্কুলশিশু, শিক্ষাবিদ ও শিল্পীদের সঙ্গে কথা বলেছেতাদের সবার দৃষ্টিভঙ্গিতে বেনিন বস্তুর ভবিষ্যত বিবেচনায় ছিল। -বিবিসি

×