
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (৫ আগস্ট) পর্যন্ত জাপান সাগরে এন্টি-সাবমেরিন মহড়া পরিচালনা করবে চীন ও রাশিয়ার নৌবাহিনী। রবিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ‘নির্দিষ্ট একটি জায়গায়’ পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে মনে করা হচ্ছে, রাশিয়ার কাছাকাছি কোন এক অঞ্চলেই মার্কিন এই ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ এন্টি-সাবমেরিন মহড়াটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
বার্তাসংস্থা রয়টার্স অবশ্য বলছে, রাশিয়া এবং চীনের যৌথ এই মহড়া পূর্বপরিকল্পিতই ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই মহড়ার কোনও সম্পর্ক নেই। আগে থেকেই ঠিক ছিল, ১ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রবিবার শুরু হয়েছে এই মহড়ার ব্যবহারিক দিকটি (প্র্যাকটিক্যাল পার্ট)।
তবে, ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এই মহড়ার গুরুত্ব এবং ভূরাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকের মতে, এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও।
রয়টার্স
তাসমিম