ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

১২ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজা দখলে বড় অভিযানের ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ১৭ মে ২০২৫

গাজা দখলে বড় অভিযানের ঘোষণা ইসরাইলের

গাজা দখলে বড় অভিযানের ঘোষণা ইসরাইলের

গাজা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে একটি বড় অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, তারা এরই মধ্যে সৈন্যদের একত্রিত করেছে যাতে গাজার কৌশলগত এলাকা দখল করা যায়।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধজাহাজ, বিমান এবং ট্যাঙ্ক থেকে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালযের এক মুখপাত্র বলেন, শনিবার সকাল থেকে ১২ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
এদিকে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরাইলি হামলায় প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণ অবরোধ আরোপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, গাজায় অনেক মানুষ অনাহারে আছেন।

এতে আরও বলা হয়েছে, হামাসকে পরাজিত করা এবং আমাদের সমস্ত জিম্মিদের বাড়িতে না ফেরা পর্যন্ত তাদের এই হামলা বন্ধ হবে না। ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকাজুড়ে হামাসের ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে এবং অবরোধ প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ইসরাইল তাদের বোমাবর্ষণ তীব্র করেছে এবং সীমান্তে সাঁজোয়া বাহিনী মোতায়েন করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসের শুরুতে বলেছিলেন যে ইসরাইল গাজার অঞ্চল দখল করার জন্য তীব্র প্রস্তুতি শুরু করেছে। ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষ না করা পর্যন্ত এটি শুরু হবে না বলেও জানিয়েছিল নেতানিয়াহু সরকার। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার এই অঞ্চল ত্যাগ করেছেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালযের মুখপাত্র মাহমুদ বাসাল উত্তর গাজার পরিস্থিতিকে রক্তাক্ত এবং কঠিন দিন হিসেবে উল্লেখ করেছেন।

গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার ভোর থেকে ইসরাইল স্থল, আকাশ এবং সমুদ্রে বড় আকারে আক্রমণ শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধজাহাজ, বিমান হামলা এবং ট্যাঙ্ক থেকে গুলি বর্ষণসহ সব দিক থেকে হামলা করা হয়েছে।

×