
ছবি: সংগৃহীত
পাকিস্তান ও আফগানিস্তান বুধবার তাদের প্রধান সীমান্ত পারাপার খুলেছে, যা দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর প্রায় এক মাস বন্ধ ছিল, জানিয়েছেন দুই সরকারের কর্মকর্তারা।
পাকিস্তানের সরকারের কর্মকর্তা রিয়াজ খান মেহসুদ রয়টার্সকে জানান, টোরখাম সীমান্ত, যা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যাতায়াত ও বাণিজ্যের প্রধান মাধ্যম, প্রথমে বাণিজ্যের জন্য খুলবে, এবং শুক্রবার থেকে পায়ে হেঁটে মানুষ পারাপার করতে পারবে।
আফগানিস্তানের নানগরহার প্রদেশের মিডিয়া বিভাগের প্রধান কুয়েরশি বদলন বলেছেন, দুই পক্ষ সীমান্তটি পুনরায় খুলে দেওয়ার এবং ট্রানজিট বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছে।
সীমান্তটি ফেব্রুয়ারি ২১ তারিখ থেকে বন্ধ ছিল, যখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আফগান বাহিনী পাকিস্তানের একটি সীমান্ত চৌকি নির্মাণের বিরোধিতা করলে, দুই পক্ষই মর্টার ও রকেট হামলা ব্যবহার করে।
এই বন্ধের পর, সীমান্তটি আফগানিস্তানে সরবরাহ পৌঁছানোর জন্য ট্রাকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে, যেখানে মানবিক সংকট এবং খাদ্য ঘাটতির সমস্যা রয়েছে, এবং তারা পাকিস্তান থেকে খাদ্য আমদানিতে ব্যাপকভাবে নির্ভরশীল।
২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১.৬ বিলিয়ন ডলারেরও বেশি, জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যসূত্র: https://thefinancialexpress.com.bd/world/asia/pakistan-afghanistan-open-main-border-crossing-closed-for-nearly-a-month
আবীর