ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

পুতিনকে কুকুর উপহার দিলেন কিম জং উন

প্রকাশিত: ১৮:০০, ২০ জুন ২০২৪; আপডেট: ১৮:০০, ২০ জুন ২০২৪

পুতিনকে কুকুর উপহার দিলেন কিম জং উন

কুকুরের সঙ্গে পুতিন ও কিম জং উন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজোড়া কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ায় সফরে গেলে এই উপহার দেওয়া হয় পুতিনকে। আর দেশটিতে পুতিনের সফর নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।

সফরের সময় কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও।

বৃহস্পতিবার (২০ জুন) কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। তাছাড়া কিম যখন একটি ঘোড়াকে গাজর খাওয়ান তখন পুতিন এটির মাথায় হাত বুলিয়ে দেন।

গতকাল বুধবার (১৯ জুন) সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।

সূত্র: রয়টার্স।

 

এম হাসান

×