দেবিদ্বার ফাউন্ডেশন এর সাধারণ সভা
রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন এর ২০২৪-২০২৫ সেশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন স্থাপিত হয়-১০ জানুয়ারি ২০১৪। সংগঠনটি প্রতিষ্ঠা করতে সাংবাদিক মোঃ রুস্তম খাঁন, আরিফুর রহমান ও ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নিরলসভাবে কাজ করেছেন।
প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির, বাবু নন্দলাল সরকার, মোঃ জসিম উদ্দিন, বশির আহমেদ, হাবিবুর রহমান(বাথা গুনাইঘর) মনিরুল ইসলাম (বেলাল দুলা), আরিফুর রহমান (ইক্বরা নগরী) রুস্তম মিয়া, জহিরুল ইসলাম (শিফা) যোবায়ের আহমেদ (খলিলপুর শিফা), আরজান হারা শাহজাহান হারা গুনাইঘর আতিকুর রহমান ছোট আলমপুর, অলি উল্লাহ (আল রাজ) আনোয়ার হোসেন (ধামতী), রবি উল্লাহ (চরবাকর মক্কা), মাহবুবুর রহমান (বারেরা মক্কা) জামাল হোসেন (ওজির ব্যবসায়ী) এনামুল হক মনি(বারেরা) মুজাম্মেল হক
কার্যনির্বাহী কমিটি (২১ জন) কমিটি -১০১ জন । সভাপতি - সাংবাদিক মোঃ রুস্তম খাঁন, সহ সভাপতি ফজলে আজম সুমন, সুলতান হাসান, আব্দুস সালাম, তৌহিদ সরকার, সোহেল রানা সরকার, আব্দুল হাকিম (বাঙ্গুরী)
সাধারণ সম্পাদক - মোঃ সেলিম সরকার, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নয়ন ইসলাম ,শাহাদাত হোসেন, রিমন আমিন ভাড়ি। সাংগঠনিক সম্পাদক -মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, ইমরান অন্তু, জাকির হোসেন, নাঈম হোসেন। দপ্তর সম্পাদক সুমন (উত্তর পাড়া)
সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন।
কোষাধ্যক্ষ সম্পাদক-মহি উদ্দিন মুন্সী(ইকাব), সহ- ফয়সাল হাসান (পুরান হারেজ নূরপুর)। প্রচার সম্পাদক - আবুল কালাম, সহ প্রচার সম্পাদক -শাহিন মিয়া (শাকতলা) ।পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান(বারেরা) সহ-হান্নান খাঁন ( মোহনপুর) ।সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান (গৌরী শাহর) সহ-সাইফুল ইসলাম -জামাল কমার্শিয়াল।, আপ্যায়ন সম্পাদক মোশাররফ হোসেন -হারা
সহ-রিপন ভূইয়া (হেতিমপুর)।
যোগাযোগ সম্পাদক - জিয়া উদ্দিন পলাশ, ঢাকা মেডিকেল, সহ- হেলাল উদ্দিন (ছোট আলমপুর)। তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক - মোঃ ইউনুস বাঙ্গুরী, সহ-আল আমিন (দূতাবাস)
বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মোহাম্মদ ইউনূস (বারেরা) সহ শাহিন আলম সোহাগ (এলাহাবাদ হারা)। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক - মোশাররফ ঢাকা মেডিকেল। সহ-জহিরুল ইসলাম (গজারিয়া) প্রবাসী কল্যাণ সম্পাদক -সাজ্জাদ হোসেন -(শিবনগর) ।সহ সম্পাদক - নজরুল ইসলাম(বারেরা) । প্রকাশনা সম্পাদক -আতিকুর রহমান -(আমিন বাড়ী) সহ- সাইফুল ইসলাম- হুরপুইরা। ধর্ম বিষয়ক সম্পাদক - মাওলানা হাফেজ ক্বারী অলি উল্লাহ, সহ- জসিম উদ্দিন ( ইকাব হেতিমপুর) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -আলম খাঁন (ইয়ামবু) সহ-কাজী ইউনুস (সাইচা পাড়া) ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক-মোঃ সোহাগ (ভানী)
সহ- আলী আরশাদ বাবু(আমিন বাড়ী)
ক্রিড়া বিষয়ক সম্পাদক -সোহাগ হাজারী (ভিংলাবাড়ি শিফা) ।সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -আবু বকর -(ছোট আলমপুর) সহ- রবি উল্লাহ (বড় আলমপুর) যোগাযোগ বিষয়ক সম্পাদক -আব্দুল হালিম (ইকাব শিবনগর)। সহ- মহিলা বিষয়ক সম্পাদক -রিচীরা সুলতানা সুইটি। সহ-১-মাহবুবা খান মুক্তা,২-খালেদা আক্তার শিল্পী
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক -আনিছুর রহমান মাস্টার সহ -রিমন আলিম (ছোট আলমপুর) বিমান ও পর্যটন বিষয়ক সম্পাদক - আব্দুল কাইউম (ইউসুফপুর)
সহ-শিশু ও কিশোর বিষয়ক সম্পাদক -ছাত্র- ছাত্রী বিষয়ক সম্পাদক - মারিয়াম খাঁনম। সহ -স্বদেশ বিষয়ক সম্পাদক - নাসির উদ্দিন আখন্দ সহ-বিল্লাল হোসেন
স্বদেশ ত্রাণসামগ্রী বিতরণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ নাজমুল হাসান। স্বদেশ অফিস বিষয়ক সম্পাদক -মাওলানা আব্দুল মান্নান-(জয়পুর) সহ- রাসেল মিয়া-(বারেরা)
উল্লেখ্য সংগঠনটির কাজ হল প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশের ছেলেমেয়েদের বাংলা ভাষা, বাংলা'র ঐতিহ্যর চর্চা, সাহিত্য চর্চা, এবং ধর্মীয় বিষয় মুক্ত আলোচনা করা,দুঃস্থ পীড়িত এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রকৃত দুর্যোগ ক্ষতিগ্রস্ত দুর্ভিক্ষ মহামারী ও ভূমিকম্প ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা।
এস