ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তান ও পাকিস্তানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২২ মার্চ ২০২৩

আফগানিস্তান ও পাকিস্তানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

ভূমিকম্পে আহত এক ব্যক্তিকে পেশোয়ারের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে

আফগানিস্তানে হওয়া শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত হয়েছে আর প্রতিবেশী পাকিস্তানে নিহত হয়েছে আরও অন্তত ৯ জন। মঙ্গলবার রাতের ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের হিন্দুকুশ পর্বতে; স্থানটি জুর্ম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। 
এ ভূমিকম্পে বাদাখশানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নয়জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা আবুল বাসিত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমিকম্পে পাকিস্তানের এ প্রদেশটিতে অন্তত ১৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। -বিবিসি/এএফপি

×