ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মঙ্গোলিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ৬ ডিসেম্বর ২০২২

মঙ্গোলিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

মঙ্গোলিয়ায় দুর্নীতি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাকে উপেক্ষা করেই হাজার হাজার লোক কয়লা শিল্পের কথিত দুর্নীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। উলানবাটরের তাপমাত্রা মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বিক্ষোভকারীরা মঙ্গলবার সুখবাটার স্কোয়ারে জড়ো হয়। এখানেই সরকারি প্রাসাদের অবস্থান। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। তারা দুর্নীতবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার দাবি জানায়। একজন নারী শিক্ষার্থী বলেন, ‘তারা কি প্রতিশ্রুতি দিয়েছিলো, মনে হয় সেটা ভুলে গেছে। তারা আমাদের আরও উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা কিছুই করছে না। আমাদের অর্থ দিয়ে নিজেদের উদর পূর্তি করছে।’ এই বিক্ষোভের একদিন আগেও কয়েকশ’ লোক রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে। কয়লা শিল্পের দুর্নীতি ও রুগ্ন অর্থনীতির কারণে দেশটির জনগণ হতাশ হয়ে পড়েছে। -আলজাজিরা

×