ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ২৮ নভেম্বর ২০২২

চীনে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

বেজিংয়ে সাদা কাগজ হাতে বিরল প্রতিবাদ

চীন সরকারের কঠোর কোভিড জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে তিনদিন ধরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সোমবার তাদের এ আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। সাংহাইয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এদিন বিবিসির এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের সাদা কাগজ হাতে বিরল প্রতিবাদ করতেও দেখা গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমছিতে একটি ভবনে অগ্নিকা-ে আটকা পড়ে ১০ জন নিহত হওয়ার পর রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

তাদের দাবি, ওই স্থানে লকডাউন থাকার কারণে আগুন লাগা ভবনের মানুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে করে পুড়ে মরতে হয়েছে তাদের। এর প্রতিবাদে সাংহাইসহ বিভিন্ন বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন মানুষ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় এক যুগ আগে ক্ষমতায় আসেন।-- বিবিসি

×