ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিনে শিরিনের নামে সড়ক

আলজাজিরা

প্রকাশিত: ২১:৩৩, ১১ আগস্ট ২০২২

ফিলিস্তিনে শিরিনের নামে সড়ক

শিরিন আবু আকলেহ

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি সড়কের নাম পরিবর্তন করে ইসরাইলী বাহিনীর হাতে নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহের নামে রাখা হয়েছেইসরাইলী বাহিনীর হাতে শিরিনের হত্যার তিন মাসের মাথায় বুধবার ফিলিস্তিনী-আমেরিকান এই সাংবাদিককে সম্মান জানাতে এর আয়োজন করা হয়গত ১১ মে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলী অভিযানের সংবাদ সংগ্রহের সময় ইসরাইলী বাহিনীর গুলিতে নিহত হন আবু আকলেহ-আলজাজিরা

×