ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রোগী দেখে ওষুধ দেবে এআই, বিশ্বের প্রথম এআই পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র খুলল সৌদিতে!

প্রকাশিত: ০০:৩০, ১৯ মে ২০২৫; আপডেট: ০০:৩০, ১৯ মে ২০২৫

রোগী দেখে ওষুধ দেবে এআই, বিশ্বের প্রথম এআই পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র খুলল সৌদিতে!

ছ‌বি: প্রতীকী

চিকিৎসকের বদলে এবার রোগী দেখবে কৃত্রিম বুদ্ধিমত্তা! বিশ্বের প্রথম সম্পূর্ণ এআই (Artificial Intelligence) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র খুলেছে সৌদি আরবে। এখানেই রোগীকে পরীক্ষা করা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ দেওয়া এমনকি চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণের কাজও করবে এক যন্ত্রচিকিৎসক।

এই অভিনব উদ্যোগ বাস্তবায়িত হয়েছে চীনের মেডিক্যাল টেকনোলজি সংস্থা সিনই এআই এবং সৌদির আলমোসা হেলথ গ্রুপ-এর যৌথ প্রচেষ্টায়। নতুন এই ক্লিনিকে কর্মরত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিৎসকের নাম ‘হুয়া’। সে-ই এখন থেকে রোগীর উপসর্গ শুনে রোগ নির্ণয় করবে, চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবে এবং প্রয়োজন অনুযায়ী ওষুধও লিখে দেবে।

হুয়া শুধু প্রেসক্রিপশনই দেবে না, অস্ত্রোপচারের প্রয়োজন হলে সেটিও জানাবে। জরুরি পরিস্থিতিতে রোগীকে ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করানো এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাও এর আওতায় পড়বে।

এই এআই চিকিৎসক হুয়া আপাতত ৫০ ধরনের রোগ চিহ্নিত করে চিকিৎসা দিতে সক্ষম। এর মধ্যে রয়েছে হাঁপানি, ফ্যারিঞ্জাইটিস, শ্বাসযন্ত্রের নানা সমস্যা, চর্মরোগ, হজমের সমস্যা প্রভৃতি। হুয়া’র মস্তিষ্কে ইতিমধ্যেই কয়েকশো রোগের বিশদ তথ্য সংরক্ষিত রয়েছে, যার ভিত্তিতে সে রোগীর অবস্থা বিশ্লেষণ করে বিপদের মাত্রা, ঝুঁকি ও সম্ভাব্য মৃত্যু হারের পূর্বাভাসও দিতে পারে।

বিশ্বে এর আগে রোবট নার্সকে ওষুধ বিলি করতে দেখা গেছে জাপানে, এমনকি ভার্জিনিয়ার একটি সংস্থা এমন রোবট বানিয়েছে যা ফার্মাসি, গবেষণা ও নার্সের কাজ একসঙ্গে করতে পারে। চিনে টেলিমেডিসিন পরিষেবায় পরিচালিত এআই হাসপাতালও চালু হয়েছে কিছুদিন আগে। তবে সৌদির এই উদ্যোগ একধাপ এগিয়ে – এখানে এআই নিজেই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে।

বিশেষজ্ঞরা বলছেন, রোগীর উপসর্গ বিশ্লেষণ, ডেটা প্রসেসিং, ওষুধ উদ্ভাবন এবং জিন বিশ্লেষণের মতো ক্ষেত্রে এআই-এর ব্যবহারে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে। রোগ ও রোগীর চাপে বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থায় এই প্রযুক্তি ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেই আশা।

সূত্র: আনন্দবাজার

এম.কে.

×