ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার, ইউটিউবার জ্যোতি মালহোত্রাও আটক

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ মে ২০২৫; আপডেট: ০৯:৪০, ১৯ মে ২০২৫

এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার, ইউটিউবার জ্যোতি মালহোত্রাও আটক

ছ‌বি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার এক ব্যবসায়ীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম শাহজাদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসটিএফ তাকে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করে। অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে সীমান্তে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত ছিলেন।

এসটিএফ-এর বিবৃতিতে বলা হয়, শাহজাদ জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের কাছে পাচার করতেন।

তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে একাধিকবার পাকিস্তানে ভ্রমণ করেছেন। এই সময় তিনি প্রসাধনী, কাপড়, মসলা ও অন্যান্য পণ্য চোরাচালানের আড়ালে আইএসআই-এর হয়ে গোপন তৎপরতা চালাতেন।

এসটিএফ জানায়, শাহজাদ ভারতে অবস্থানরত আইএসআই এজেন্টদের কাছে অর্থ ও ভারতীয় সিমকার্ড সরবরাহ করতেন।

এছাড়া, তিনি রামপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে লোকজনকে পাকিস্তানে পাঠাতেন আইএসআই-এর হয়ে কাজ করতে। এইসব ব্যক্তির ভিসার ব্যবস্থা করত আইএসআই-ই, বলে জানায় এসটিএফ।

ইউটিউবার জ্যোতি মালহোত্রাও গ্রেপ্তার

শাহজাদের গ্রেপ্তারের কয়েকদিন আগেই পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় — তিনি হলেন হরিয়ানা-ভিত্তিক ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

‘ট্রাভেল উইথ JO’ নামের একটি ইউটিউব চ্যানেল চালান তিনি, যার সাবস্ক্রাইবার সংখ্যা তিন লক্ষেরও বেশি। অভিযোগ, তিনি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক পাক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ মে ওই পাকিস্তানি কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে।

জ্যোতি মালহোত্রা তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান সফরের কিছু ভিডিও আপলোড করেছিলেন, যার মধ্যে রয়েছে — ‘Indian Girl in Pakistan’, ‘Indian Girl Exploring Lahore’, ‘Indian Girl at Katas Raj Temple’ এবং ‘Indian Girl Rides Luxury Bus in Pakistan’।

এই দুই গ্রেপ্তারের ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন জম্মু-কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হওয়ায় ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

 

সূত্র: https://www.ndtv.com/india-news/jyoti-malhotra-shahzad-after-haryana-youtuber-up-businessman-arrested-for-spying-for-pakistan-isi-after-operation-sindoor-8449534#pfrom=home-ndtv_topscroll

এএইচএ

×