ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

২০১৫ সালের পর ইরানে প্রথম হজ ফ্লাইট চালু করলো সৌদি এয়ারলাইন্স

প্রকাশিত: ০৯:২৯, ১৯ মে ২০২৫

২০১৫ সালের পর ইরানে প্রথম হজ ফ্লাইট চালু করলো সৌদি এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত

প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে সৌদি আরবে হজ ফ্লাইট চালু হয়েছে। সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এর মাধ্যমে এ ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

 

 

 

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইনাস প্রথম হজ ফ্লাইট পরিচালনা করে। শিগগিরই উত্তর-পূর্ব ইরানের শহর মাশহাদ থেকেও হজ ফ্লাইট চালু করা হবে। সবমিলিয়ে, প্রায় ৩৫ হাজার ইরানি হজযাত্রী ফ্লাইনাসের মাধ্যমে সৌদি আরব পৌঁছাতে পারবেন।

কর্মকর্তা আরও জানান, আপাতত ইরান ও সৌদি আরবের মধ্যে কোনো বাণিজ্যিক ফ্লাইট* চালু হচ্ছে না। শুধুমাত্র হজযাত্রী পরিবহনের জন্যই এই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।

 

 

২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদের কনসুলেটে হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। সৌদি আরব শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে সহিংস বিক্ষোভ হয়, যার জেরে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন* করে।

এরপর থেকে ২০১৬ সালে ইরান থেকে একজন হজযাত্রীকেও সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে সীমিত আকারে চার্টার্ড ফ্লাইটে হজযাত্রী পাঠানোর অনুমতি মেলে।

 

 

২০২৩ সালে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়। এই উদ্যোগকে বিশ্লেষকরা ‘বিস্ময়কর কূটনৈতিক অর্জন’ বলে অভিহিত করেন। বেইজিংয়ের ভূমিকার ফলে সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের মধ্যে বরফ গলতে শুরু করে।

ইরান থেকে হজ ফ্লাইট চালু হওয়াকে সেই সম্পর্কের উষ্ণতা ও পুনর্গঠনের অন্যতম বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আঁখি

আরো পড়ুন  

×