
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। সম্প্রতি বজ্রাঘাতে একইদিনে ৫ জনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে কার্যকর ব্যবস্থা নিতে তাগিদ স্থানীয়দের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এ বিষয়ে প্রচার-প্রচারণার উপর জোর দিচ্ছেন তারা।
কুমিল্লার কুমিল্লার গয়ালগুচ্ছ গ্রামে সম্প্রতি ঘুড়ি উড়াতে গিয়ে গুরুতর আহত হয় তিন শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জিহান ও ফাহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আদরের সন্তানকে হারিয়ে অসীম শুন্যতা দুই পরিবারে। সুখে কাতর স্বজনরা।
জলবায়ূ পরিবর্তনের কারণে বাড়ছে বজ্রপাত। বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের থথ্য বলছে গত ১৪ বছরে দেশে বজ্রাঘাতে প্রাণ গেছে ৪ হাজারেরও বেশি মানুষের। চলতি বছরের ২৮ এপ্রিল একদিনেই সারাদেশে মারা যান ২৩ জন। এরমধ্যে কুমিল্লাতেই প্রাণ যায় ৫ জনের। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।
বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার উপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=1oLjJj8YgeE
এসইউ