ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গোটা বিশ্বের ক্যান্সার ইসরায়েল, একে শিকড় থেকে উপড়ে ফেলতেই হবে: খামেনি

প্রকাশিত: ০৯:৪৮, ১৯ মে ২০২৫; আপডেট: ০৯:৫৩, ১৯ মে ২০২৫

গোটা বিশ্বের ক্যান্সার ইসরায়েল, একে শিকড় থেকে উপড়ে ফেলতেই হবে: খামেনি

ছবি: প্রতীকী

ইরানের পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল ওয়াশিংটন। এমন এক সময়ে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ইরান প্রশাসনকে ‘দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার এক সমাবেশে তিনি বলেন, ‘ট্রাম্প শান্তির কথা বলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলের হাতে শান্তির নামে ১০ টন বোমা তুলে দিয়েছে সে, যার মাধ্যমে গাজায় শিশু হাসপাতাল ও সাধারণ মানুষের বসতবাড়িতে নির্বিচারে বোমা বর্ষণ করা হয়েছে।’

খামেনির বক্তব্যের পরপরই সমর্থকরা ‘ইসরায়েলের পরাজয় হোক’এই স্লোগানে মুখর করে তোলে সমাবেশস্থল।

মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের ইরানবিরোধী মন্তব্যকে ‘মূল্যহীন’ আখ্যা দিয়ে খামেনি বলেন, ‘গাজাকে বাঁচাতে ইসরায়েলকে প্রতিহত করতে হবে। ইসরায়েল গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর ক্যান্সার, একে শিকড় থেকে উপড়ে ফেলতেই হবে।’

এদিকে তেহরানে নৌবাহিনীর এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্নবিদ্ধ করেন ইরানের প্রেসিডেন্ট প্রতিনিধি মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রশ্ন তোলেন, ‘গাজায় প্রতিদিন শত শত ফিলিস্তিনির প্রাণহানি ঘটছে, সেখানে কীভাবে শান্তি প্রতিষ্ঠার দাবি করা হয়?’ একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞারও তীব্র সমালোচনা করেন তিনি।

এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। চার দফা বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ন্যায্য অধিকার কোনোভাবেই হাতছাড়া করবে না।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Go1RCZx_cYI

রাকিব

×