
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় চলছে মানবতার চরম সংকট। মৃত্যু, ধ্বংস আর ক্ষুধার এক ভয়াবহ বাস্তবতায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ভূখণ্ডটি। খাবার, পানি, ওষুধসহ প্রতিটি মৌলিক চাহিদার চরম অভাব। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরোনো বিতর্কিত প্রস্তাব—গাজাকে ‘ফ্রিডম জোন’ বা ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা—পুনরায় সামনে আনেন।
ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় আরব বিশ্ব। শনিবার অনুষ্ঠিত ৩৪তম আরব লীগ সম্মেলনে গাজা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। বাগদাদে আয়োজিত এ সম্মেলনে আরব নেতারা সরব হন ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী গাজায় চলমান হামলাকে ‘ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন।
এই সংকট নিরসনে সম্মিলিত উদ্যোগের ঘোষণা দেয় আরব রাষ্ট্রগুলো। গঠন করা হয় ‘আরব পুনর্গঠন তহবিল’, যেখানে গাজার জন্য ইরাক প্রতিশ্রুতি দেয় ২০ মিলিয়ন ডলার এবং লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার। নেতারা স্পষ্ট করে জানান, গাজার ২৪ লাখ মানুষের জীবন ধ্বংস করে কোনো ‘রিভিয়েরা’ গড়া সম্ভব নয়। বাস্তুচ্যুতি নয়, গাজার মাটিতেই পুনর্বাসন নিশ্চিত করার দাবিও উঠে আসে।
আরব নেতারা দ্রুত যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার এবং দখলদারিত্বের অবসান দাবি করেন। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসও দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, ‘গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা আর এক মুহূর্তও চলতে দেওয়া যায় না।’ তিনি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও ত্রাণ সরবরাহের সুযোগ তৈরির আহ্বান জানান।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানান, মাদ্রিদ জাতিসংঘে প্রস্তাব আনবে যাতে ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের আওতায় আনা হয়।
তবে সম্মেলনের আলোচনার বাইরে বাস্তবতা আরও নিষ্ঠুর। গাজার ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষগুলো বেঁচে আছে একমুঠো খাবার, একফোঁটা পানি এবং চিকিৎসার আশায়। সীমান্তে দাঁড়িয়ে থাকা শত শত ত্রাণবাহী ট্রাক পৌঁছাতে পারছে না ক্ষুধার্ত মানুষের কাছে।
এই সম্মেলন ছিল শুধু নীতিগত অবস্থান গ্রহণ নয়, ছিল এক প্রতিজ্ঞা। আরব নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন—গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে গাজার জনগণ, কোনো বাইরের শক্তি নয়। ট্রাম্পের কল্পিত অঞ্চল নয়, তারা দেখতে চায় ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বাধীন গাজা।
সূত্র: https://www.youtube.com/watch?v=JRDLuSato2E
রাকিব