ফাইল ছবি।
গত একদিনে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৩ জন। এ নিয়ে চলতি বছর ২ লাখ ৯৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এরমধ্যে ঢাকা সিটির চারজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৫২৬ জন রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। মারা গেছেন ৯৭৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৪৪ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
এমএম