
আলঝেইমার ডিজিজ হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ ও ব্রেইনের ক্ষয়জনিত রোগ
আলঝেইমার ডিজিজ কী?
আলঝেইমার ডিজিজ হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ ও ব্রেইনের ক্ষয়জনিত রোগ। এটি কোনো মানসিক রোগ নয়। এবং এটি একটি প্রগতিশীল নিউরোলজিক ব্যাধি যেখানে মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে মারা যায়। সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সী লোকদের এটি হয়ে থাকে। আবার কোনো ক্ষেত্রে কম বয়সী মানুষের মধ্যেও এই রোগ দেখা যায়। আলঝেইমার রোগে আক্রান্তরা প্রথমে সামান্য বিভ্রান্ত হয় এবং অনেক কিছু ভুলে যেতে শুরু করে।
কারণগুলো :
আলঝেইমার রোগের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয়, মস্তিষ্কে অ্যামিলয়েড বিটা নামক এক ধরনের প্রোটিন উৎপন্ন যা পরবর্তীতে মস্তিষ্কের ভেতর রক্ত কণিকায় দলা পাকিয়ে অ্যামিলয়েড চাপড়া গঠন করে এবং এই অ্যামিলয়েড চাপড়াই মূলত মস্তিষ্কের কোষ বা সেলের মৃত্যুর জন্য দায়ী।
আলঝেইমার রোগের লক্ষণ :
আলঝেইমার ডিজিজের অন্যতম লক্ষণ হলো কোন কিছু মনে রাখতে না পারা বা চিনতে না পারা। এছাড়া আলঝেইমার ডিজিজের মূল লক্ষণগুলো হলো-
কোনো কিছু শনাক্ত করতে না পারা বা চিনতে পারা।
* মনের ভাব প্রকাশ করতে গিয়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়া।
*একই প্রশ্ন বার বার জিজ্ঞেস করা কিংবা একই কথা বহুবার বলা।
- নিজের প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছে তা ভুলে যাওয়া বা এক স্থানে রেখে অন্যত্র খোঁজা।
*পরিচিতদের নাম ভুলে যাওয়া এবং পরিচিত স্থান চিনতে না পারা।
এছাড়া সামাজিকভাবে নিজেকে গুটিয়ে ফেলা, নিজের ভিতর অস্বস্তি লাগা, ঘুমের গোলমাল, আক্রমণাত্মক হয়ে যাওয়া, বিভ্রান্তিবোধ যেমন কিছু চুরি হয়ে গিয়েছে বলে ধারণা করা ইত্যাদি আলঝেইমার রোগের লক্ষণ।
চিকিৎসা :
আলঝেইমার রোগ নিরাময়ের কোনো উপায় নেই তবে চিকিৎসকরা নির্দিষ্ট কিছু ওষুধ ও অন্যান্য উপায়, উপদেশ বলে দেন যাতে করে আচরণগত লক্ষণগুলো কিছুটা নিয়ন্ত্রণ করে আক্রান্ত ব্যক্তির জীবনমান উন্নত করা সম্ভব।
আলঝেইমার ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং রোগীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন।
লেখক : অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
হটলাইন : ০১৭১১-৩৫-৪১-২০
[email protected]