
ফাইল ছবি।
গত একদিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ জন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে তিনজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়প্রাপ্ত হয়েছেন ৮১০ জন। মারা গেছেন নয়জন।
এমএম