
একদিনে ১১ শনাক্ত।
গত একদিনে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৪ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জন।
এমএম