ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬

প্রকাশিত: ১৭:১৩, ১৯ জানুয়ারি ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬

ডেঙ্গু রুগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কিন্তু হাসপাতালে ভর্তি  ১৬ জন।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×