ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তিনদিন পর করোনায় ১ মৃত্যু, আক্রান্ত ১০৯

প্রকাশিত: ১৭:৩৭, ২০ জুলাই ২০২৩

তিনদিন পর করোনায় ১ মৃত্যু, আক্রান্ত ১০৯

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৮৮১ জনে। 

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এর আগে সর্বশেষ সোমবার (১৭ জুলাই) করোনায় মৃত্যু দেখেছিল দেশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন। এছাড়া গত একদিনে একজনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৬ জনে।

গত একদিনে ২ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

এমএম

×