ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

একদিনে ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৮:৪০, ৮ জুলাই ২০২৩; আপডেট: ১৮:৪৭, ৮ জুলাই ২০২৩

একদিনে ২৩ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনায় কারও মৃত্যু না হলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৩ জন। শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ৮৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৮১৯ জন।

এমএম

×