ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পানি ছাড়াও যারা বাঁচে—প্রকৃতির অবিশ্বাস্য ৬ যোদ্ধার গল্প!

প্রকাশিত: ২৩:৫৬, ২ জুলাই ২০২৫

পানি ছাড়াও যারা বাঁচে—প্রকৃতির অবিশ্বাস্য ৬ যোদ্ধার গল্প!

সংগৃহীত

একটা সময় ভাবা হতো জীবন মানেই পানি। কিন্তু প্রকৃতির কিছু বিস্ময়কর প্রাণী সেই ধারণাকে চ্যালেঞ্জ জানায় প্রতিদিন।জলের এক ফোঁটাও না পেয়ে তারা কাটিয়ে দিতে পারে মাসের পর মাস, কখনো কখনো একাধিক বছর! আসুন, পরিচিত হই এমন ৬টি প্রাণীর সঙ্গে যারা জীবন বাঁচায় কৌশল দিয়ে, পানি ছাড়া।

১. ক্যাঙারু র‍্যাট (Kangaroo Rat)

  • উত্তর আমেরিকার মরুভূমিতে থাকা এই ছোট্ট প্রাণীটি তার পুরো জীবনেই এক ফোঁটা পানিও খায় না!

 

  • কীভাবে বাঁচে?
    • ​​​​​​​এরা শুষ্ক বীজ খায়, যেখান থেকে তাদের দেহে প্রয়োজনীয় পানি তৈরি হয়। এছাড়া, বিশেষ ধরনের কিডনি থাকার কারণে পানি অপচয়ও হয় না।

 

২. ওয়াটার-হোল্ডিং ব্যাঙ (Water-holding Frog)

  • অস্ট্রেলিয়ার বৃষ্টির পানিকে শরীরে জমিয়ে রাখে এই ব্যাঙ।
  • বর্ষার শেষে নিজেকে মাটির নিচে কোকুনের মতো মুড়িয়ে বছরের পর বছর ঘুমিয়ে থাকে—কোনো পানির প্রয়োজন নেই!

 

৩. ওয়েস্ট আফ্রিকান লাংফিশ (West African Lungfish)

  • এরা মাটি খুঁড়ে কাদার ভিতর আশ্রয় নেয় এবং নিজের শরীরের প্রোটিন ভেঙে শক্তি ও পানি তৈরি করে।
  • এই অবস্থা—যাকে বলে ‘ইস্তিভেশন’—তাতে এরা টিকে থাকতে পারে ৩–৪ বছর পর্যন্ত!

 

 ৪. থর্নি ডেভিল (Thorny Devil)

  • অস্ট্রেলিয়ার মরুভূমিতে থাকা এই ছোট্ট টিকটিকির গায়ে এমন গঠন আছে, যা বাতাসের আর্দ্রতা বা শিশির শুষে নেয়।
  • এই পানি গড়িয়ে তার মুখ পর্যন্ত যায়, সে চুপচাপ তা গিলে নেয়!

 

 ৫. কাউচ’স স্প্যাডফুট টোড (Couch’s Spadefoot Toad)

  • মাটির নিচের আর্দ্রতা ধরে রাখে শরীরে। বছরের বেশিরভাগ সময় কাটে ঘুমিয়ে, আর বৃষ্টি হলে উঠে আসে বাইরে।
  • তাদের ত্বক পানি শোষণ করে রাখে।

 

৬. ডেজার্ট টর্টয়েস (Desert Tortoise)

  • এই কচ্ছপ মরুভূমির রুক্ষ পরিবেশে নিজের শরীরে পানি জমিয়ে রাখে।
  • বিশাল কিডনি ও মলদ্বার দিয়ে পানি সংরক্ষণ করে এক বছর পর্যন্ত চলতে পারে।

 

 

কিন্তু মানুষ?

  • মানুষের শরীর পানির অভাবে গড়পড়তা ৩ দিন টিকে থাকতে পারে।
  • তবে গরম, রোগ বা কষ্টকর অবস্থায় এই সময় আরও কমে যায়।
  • আমরা যতই আধুনিক হই না কেন, পানি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য।

প্রকৃতি আমাদের শিক্ষা দেয় বেঁচে থাকার জন্য শুধু শক্তি নয়, চাই অভিযোজন ও কৌশল।এই প্রাণীরা কেবল আশ্চর্যজনক নয়, এরা জীবনের প্রতীক যা বলে দেয়, কোনো পথই একেবারে শেষ নয়।

হ্যাপী

×