ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বের এমন ১০টি জায়গা, যেখানে পা রাখলেই ফিরে যাবেন হাজার বছর পেছনে

প্রকাশিত: ১৩:৫৫, ১ জুলাই ২০২৫

বিশ্বের এমন ১০টি জায়গা, যেখানে পা রাখলেই ফিরে যাবেন হাজার বছর পেছনে

আজকের আধুনিক শহরগুলোতে আমাদের চোখ জুড়িয়ে যায় আকাশচুম্বী দালান আর ঝকঝকে রাস্তার বাহারে। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায় এই ইট-কাঠের জগৎ শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, কিছু শহরের হাত ধরেই।

সেইসব প্রাচীন শহর, যেগুলো যুগে যুগে রাজত্বের উত্থান-পতনের সাক্ষী থেকেছে, আজও টিকে আছে আপন গর্ব নিয়ে। বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার (World Population Review) সূত্র ধরে তুলে ধরা হলো এমনই ১০টি প্রাচীন শহরের গল্প যেগুলো শুধু ইতিহাস নয়, ভ্রমণপ্রেমীদের জন্যও এক অপূর্ব অভিজ্ঞতার নাম।

 ১. দামেস্ক, সিরিয়া

খ্রিষ্টপূর্ব ৩য় সহস্রাব্দে প্রতিষ্ঠিত দামেস্ক পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। ঐতিহ্যবাহী দামাস্ক সিল্ক আর লোহার শিল্পে বিখ্যাত এই শহর মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক হৃৎকেন্দ্র হিসেবেও পরিচিত।

 ২. আলেপ্পো, সিরিয়া

৮০০০ বছরের পুরনো এই শহর একসময় ছিল মেসোপটেমিয়া ও ভূমধ্যসাগরের মাঝে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আলেপ্পোর ঐতিহ্যবাহী সাবান, স্থানীয় খাবার ও প্রাচীন রুটির দোকান এখনো সেই পুরনো দিনের ঘ্রাণ বহন করে।

 ৩. বাইব্লোস, লেবানন

‘জুবাইল’ নামেও পরিচিত বাইব্লোস ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একসময় এটি ছিল ফিনিশিয়ানদের গুরুত্বপূর্ণ বন্দর এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মিলনস্থল।

 ৪. আর্গস, গ্রিস

গ্রীক সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শহর ছিল আর্গস। এর যোদ্ধা, থিয়েটার ও শিল্প-সংস্কৃতির জন্য বিখ্যাত এই শহর এখনো ইতিহাসপ্রেমীদের জন্য এক স্বর্গ।

 ৫. এথেন্স, গ্রিস

৭০০০ বছরের ইতিহাসের অধিকারী এথেন্স গ্রীসের বৃহত্তম শহর। অ্যাক্রোপলিস, পার্থেনন ও প্রাচীন আগোরার নিদর্শন এখানে এখনও পর্যটকদের মুগ্ধ করে।

 ৬. সুসা, ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরের নাম উঠে এসেছে বাইবেল এবং গিলগামেশ মহাকাব্যেও। প্রাচীন প্রাসাদ, মন্দির ও দুর্গসমূহ এই শহরের ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে।

 ৭. এরবিল, কুর্দিস্তান (ইরাক)

খ্রিষ্টপূর্ব ৫ম সহস্রাব্দের এই শহর এখন ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ১২শ শতাব্দীর মিনারসহ বহু ঐতিহাসিক নিদর্শন এখানকার আকর্ষণ।

 ৮. সাইডন, লেবানন

ফিনিশিয়ান সভ্যতার অংশ এই শহর। সরু গলি, লেবাননের ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্প মিলিয়ে সাইডন এক দুর্দান্ত ভ্রমণ গন্তব্য।

 ৯. প্লোভডিভ, বুলগেরিয়া

থ্রেস, রোমান এবং অটোমান সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় এই শহরে। ২০১৯ সালে ইউরোপীয়ান কালচারাল ক্যাপিটাল খেতাব পাওয়া প্লোভডিভের ইতিহাস ও জাদুঘর দর্শনার্থীদের আকৃষ্ট করে।

 ১০. বারাণসী, ভারত

ভারতের অন্যতম পবিত্র এবং প্রাচীন শহর বারাণসী। গঙ্গার ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, আর ভারতীয় সঙ্গীত ও শিল্পকলার প্রাণ এই শহর ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অসাধারণ গুরুত্বপূর্ণ।

বিশ্বের এই প্রাচীন শহরগুলো শুধু ইট-পাথরের স্থাপনা নয়, বরং মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসের জীবন্ত দলিল। যাদের গল্প শুনলে আপনি একটিবার হলেও সেখানে পা রাখতে চাইবেন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া অতীতকে স্পর্শ করার আশায়।

মিমিয়া

×