ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহী কলেজের পদ্ম পুকুর এক মনোমুগ্ধকর রত্ন

মুজাহিদুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার , রাজশাহী কলেজ

প্রকাশিত: ২১:৪৮, ২৫ মে ২০২৫

রাজশাহী কলেজের পদ্ম পুকুর এক মনোমুগ্ধকর রত্ন

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের পদ্মপুকুর তার অপরূপ নৈসর্গিক 
 সৌন্দর্যের জন্য সুপরিচিত। প্রাচীন স্থাপত্যের দৃষ্টিনন্দন  ভবন, সবুজ গাছের সমারোহ এবং মনভোলানো শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই পুকুরটি শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদের অবসর সময়ের প্রিয় স্থান। বর্ষা ও শরৎকালে পুকুরের পানিতে ভাসমান ফুটে থাকা গোলাপি, সাদা ও লাল পদ্মের পাশাপাশি বাহারি রঙের শাপলা ফুল
ক্যাম্পাসের সৌন্দর্যে সংমিশ্রণ ঘটায় নৈসর্গিক পরিবেশের।
পদ্ম আর শাপলা ফুলে আচ্ছাদিত এই পরিবেশ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক নিপুণ চিত্রকর্ম।

রাজশাহী কলেজের দৃষ্টিনন্দন লাল প্রাচীন স্থাপত্য প্রশাসন ভবনের পেছনে অবস্থিত পদ্ম পুকুরটি বছরের বেশিরভাগ সময় জুড়েই পদ্ম আর শাপলা ফুল ভরপুর থাকে। ভোরের সূর্যের আলো যখন পদ্মপাতার উপর শিশির বিন্দুর সাথে প্রতিফলন সৃষ্টি করে, তখন সেই দৃশ্য মনের সকল খারাপ লাগাকে দূরে ঠেলে প্রকৃতির প্রেমকে কাছে টানে। পুকুরের চারপাশে সবুজ ছায়াঘেরা গাছ, ভোরের পাখিদের কলকাকুলি আর দক্ষিণা বাতাসের মৃদু শিহরণ সব মিলিয়ে  প্রকৃতি যেন তার সৌন্দর্য কে বিলিয়ে দিয়েছে। 

পদ্ম পুকুর শুধু সৌন্দর্য উপভোগ করাই নয়, ক্লাস শেষে  শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির এক বিরল স্থান। ক্লাস শেষে  অথবা পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের মানসিক চাপ নিরসনে পদ্ম পুকুর তার সবটুকু ভালোবাসা বিনিয়ে শিক্ষার্থীদের মনকে প্রশান্তি দিয়ে থাকে। অবসর সময়ে শিক্ষার্থীরা পদ্ম পুকুরের ধারে বসে কবিতা, ছবি এঁকে প্রকৃতিকে অনুভব করে।

বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোছা: রাবেয়া খাতুন 
তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পদ্মফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা সৌন্দর্য, পবিত্রতা ও শান্তির প্রতীক। পদ্মফুল শুধু একটি ফুল নয়, এটি আমাদের জীবনের নানা দিক উন্মোচন করে। এর রং সৌন্দর্য আমাদের বিমোহিত করে। এমনই একটি বিমোহিত স্থান আমাদের রাজশাহী কলেজের পদ্ম পুকুর যা সবসময় শিক্ষার্থীদের পদচারণায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।

বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান মিন্টু বলেন, শিক্ষার্থীদের ক্লাস শেষে একঘেয়েমি দূর করতে অথবা মন খারাপের দিনগুলোতে শিক্ষার্থীদের মন ভালো করতে পদ্ম পুকুর নিত্য দিনের সঙ্গী। পদ্ম পুকুর শুধু রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মাঝে নয়, বিভিন্ন দর্শনার্থী মাঝেও তার সৌন্দর্যে স্থান করে নিয়েছে।

কলেজ প্রশাসনের সহযোগিতায় ও শিক্ষার্থীদের উদ্যোগে পদ্ম পুকুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের মাধ্যমে প্রতিনিয়ত তার সৌন্দর্য দিয়ে সকলকে মুগ্ধ করে চলছে।   

 দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের পদ্ম পুকুর কেবল একটি জলাধার নয়, এটি প্রকৃতির এক জীবন্ত চিত্র। এটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সৌন্দর্য, প্রশান্তি ও অনুপ্রেরণার উৎস।

সাব্বির

×