ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দুর্গন্ধ নয়, ইদ আনন্দে সুশৃঙ্খল শহর পরিচ্ছন্নতায় এগিয়ে বাকেরগঞ্জ

নিজস্ব সংবাদদাতা ,বাকেরগঞ্জ,বরিশাল 

প্রকাশিত: ১৯:২৯, ৮ জুন ২০২৫; আপডেট: ২০:৫১, ৮ জুন ২০২৫

দুর্গন্ধ নয়, ইদ আনন্দে সুশৃঙ্খল শহর পরিচ্ছন্নতায় এগিয়ে বাকেরগঞ্জ

দৈনিক জনকণ্ঠ

বরিশালের  বাকেরগঞ্জে কুরবানির ঈদের পর পৌর এলাকার বর্জ্য ও মলার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ব্লিচিং পাউডার ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছে পৌর কর্তৃপক্ষ। 

শনিবার (৭ জুন) দুপুর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বাকেরগঞ্জ পৌরসভা। পৌর এলাকার বাসিন্দারা পরিচ্ছন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পেরে পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঈদের দিন সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামেন। বিশেষভাবে গঠিত টিম ও অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে ঈদের দিন সকাল ১০টা থেকে আজ ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টার মধ্যে প্রায় সব ওয়ার্ডের কুরবানির বর্জ্য অপসারণ করা হয়। শহরের বিভিন্ন পয়েন্টে রাখা হয় বর্জ্য সংগ্রহের যানবাহন ও ডাস্টবিন।

পৌর প্রশাসক রুমানা আফরোজ জানান, নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষাই আমাদের অগ্রাধিকার। ঈদের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আমরা পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ, সরঞ্জাম এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছিলাম।

তিনি আরও জানান, এই সফলতার পেছনে রয়েছে পৌরবাসীর সহযোগিতা ও পৌর কর্মীদের অক্লান্ত পরিশ্রম।এদিকে পৌর শহরের বাসিন্দারা জানান, আগের বছরগুলোর তুলনা এবার অনেক দ্রুত ও কার্যকরভাবে বর্জ্য অপসারণ করা হয়েছে। এতে দুর্গন্ধ ও জীবাণুর আশঙ্কা যেমন কমেছে, তেমনি শহরের সৌন্দর্যও অক্ষুণ্ন রয়েছে।

পরিচ্ছন্ন শহরের জন্য পৌরসভার এই প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

হ্যাপী

×