উপহার বা পার্সেল দিতে ঘর পর্যন্ত যেতে হবে না আর। নির্দিষ্ট ব্যক্তিদের আশপাশে থাকা ‘প্যাকরোবট’ নামের স্মার্ট লকারে পণ্যগুলো রেখে দিলেই বার্তা পৌঁছে যাবে। এরপর মানুষবিহীন লকারটির কাছে এসে অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড দিলেই নির্দিষ্ট পণ্য হাতে পাওয়া যাবে। এস্তোনিয়ায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া লকারটিতে একসঙ্গে ৫০০টি পার্সেল রাখা যায়।