ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যাচ্ছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৮, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ০৭:৩২, ১৩ জুলাই ২০২৫

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যাচ্ছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চলেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টি প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

সমঝোতার মূল বিষয় ছিল ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আনা নাগরিক অধিকার লঙ্ঘনের নানা অভিযোগ। এর জের ধরেই মার্চ মাসে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির ৪০০ মিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করেছিল।

জানা গেছে, আগামী সপ্তাহে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে বসবেন। বৈঠকে চূড়ান্ত করা হবে সমঝোতার শর্তাবলি।

এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সরকার কলাম্বিয়ার গবেষণা অনুদানের একটি অংশ ফিরিয়ে দেবে। বিনিময়ে বিশ্ববিদ্যালয়টি ক্ষতিপূরণ দেবে এবং আরও স্বচ্ছতা নিশ্চিত করবে, বিশেষ করে বিদেশি অনুদান ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে। তবে প্রস্তাবিত "কনসেন্ট ডিক্রি", যার মাধ্যমে ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়ের ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ রাখতো, সেটি আলোচনার বিষয় নয়।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ভার্জিনিয়া লাম আব্রামস জানান, “ফেডারেল সরকারের সঙ্গে আলোচনাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

সূত্র জানায়, গত রবিবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অভ্যন্তরীণ বৈঠক করেছেন এবং সমঝোতার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউজ থেকে আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার।

উল্লেখযোগ্যভাবে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের দাবিগুলোর কিছু আগে থেকেই পূরণ করতে শুরু করে। মার্চে অনুদান বাতিল হওয়ার পর তারা ক্যাম্পাস পুলিশকে ছাত্রদের গ্রেপ্তারের অনুমতি দেয়, প্রতিবাদে মুখোশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিভাগে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান সমালোচনার মুখে পড়ে, তুলনা করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, যারা ক্ষতিপূরণের বদলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার পথ বেছে নেয়।

তবে কলাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান জুন মাসে এক খোলা চিঠিতে এই সমালোচনার জবাব দেন। তিনি লেখেন, “আইনের অনুসরণ করা এবং অভিযোগ মীমাংসার চেষ্টা করা আত্মসমর্পণ নয়।”

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে প্রথম ছিল কলাম্বিয়া, এরপর তালিকায় যোগ হয় হার্ভার্ড, করনেল এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়।

মুমু ২

×