আফিয়া রোজা
চলতি সময়ের মডেল আফিয়া রোজা। ঈদে দুটি মিউজিক ভিডিওতে এ গ্ল্যামার কন্যাকে দেখা গেছে। দুটি গানের মধ্যে একটির শিরোনাম হলো ‘থাকতে পারছি না’। মিলনের কণ্ঠে ও সুরে গানটির গীতিকার স্নেহাশিষ ঘোষ এবং মিউজিক করছেন এমএমপি রনি। অন্য গানটির শিরোনাম ‘সো বিউটিফুল’। এটি গেয়েছেন তোশিবা। প্লাবন কোরাশীর লেখা ও সুরে গানটির মিউজিক করছেন রোহান রাজ। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
‘থাকতে পারছি না’ মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ডে ও ‘সো বিউটিফুল’ গানের মিউজিক ভিডিও ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে আফিয়া রোজা বলেন, ‘দুটি মিউজিক ভিডিও নিয়ে আমি খুব আশাবাদী। গান দুটি কলকাতার পুরুলিয়াতে শূটিং করেছি। খুব ভালো কাজ হয়েছে। নতুনরূপে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি।এরমধ্যে যারা গান দুটি দেখেছেন তাদের অনেকেই প্রশংসা করেছেন। আশাকরি অন্য দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে।’ এদিকে রোজা স্বপ্ন দেখেন একজন ভালো অভিনেত্রী হওয়ার। তিনি মনে করেন সত্যিকারের অভিনেত্রী হওয়াই কঠিন। তাই প্রতিনিয়ত তিনি অভিনয়ের নানা কিছু শেখার চেষ্টা করেন বলে জানান।