ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

ষড়যন্ত্রের সঙ্গে ভালবাসার কাল্পনিক কাহিনী মাধব মালঞ্চী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ৭ জুলাই ২০২২

ষড়যন্ত্রের সঙ্গে ভালবাসার কাল্পনিক কাহিনী মাধব মালঞ্চী

মাধব মালঞ্চী

গত ২১ জুন ঢাকার নাট্যমঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটউদ্বোধনী মঞ্চায়ন থেকেই দর্শকের ভাললাগার রসদ জুগিয়েছে মাধব মালঞ্চী শিরোনামের নাটকটিগীতলধর্মী প্রযোজনাটির সংলাপের ভাষা থেকে হাস্যরস মুগ্ধ করেছে নাট্যপ্রেমীদেরঘটনাপ্রবাহের গতিশীলতায় দেখতে দেখতে যেন শেষ হয়ে যায় দুই ঘণ্টাব্যাপ্তির নাটকটি

বুধবার সন্ধ্যায় দর্শকপ্রিয় হওয়া নাটকটির চতুর্থ মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনেমৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী

প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, প্রায় ৩২ বছর আগে বিভাস চক্রবর্তীর এই নাটকটি দেখার পর থেকেই মনে দাগ কেটেছিলআমার সেই ব্যক্তিগত ভাললাগা এখন ছড়িয়ে গেছে দর্শকের মনেআগ্রহ নিয়ে উপভোগ করছেন নাটকটিএটা আমার ও আমাদের দলের জন্য অনেক বড় প্রাপ্তিকারণ, সব নাটক দর্শকপ্রিয় হয় না

নির্মাণশৈলীবিষয়স্তু কিংবা অভিনয়শৈলীর দুর্বলতার কারণে  আকাক্সক্ষা মেটায় নাসেক্ষেত্রে এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে পরবর্তী কোন প্রযোজনা নির্মাণেনাটকটি নির্দেশনা দিতে গিয়ে নাটকের মালঞ্চীকে আমি দেখতে  চেয়েছি নারী শক্তির প্রতীক হিসেবে

মাধব মালঞ্চীর নাটকের প্রধানতম আকর্ষণ হচ্ছে তারুণ্যএকঝাঁক তরুণ অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন এই নাটকেএই তরুণ মঞ্চশিল্পীদের অভিনয়ের গুণে নাটকটি পৌঁছে গেছে শৈল্পিক উকর্ষতায়অভিনয়ের পাশাপাশি প্রযোজনাটি সমৃদ্ধ হয়েছে আবহসঙ্গীতের কল্যাণেসেই সুবাদে প্রথম প্রদর্শনী থেকে নাট্যপ্রেমীদের হৃদয়ের অলিন্দে কড়া নেড়েছে প্রযোজনাটি

তাই চতুর্থ মঞ্চায়নেও  মুগ্ধতার আবেশে ঝরেছে দর্শকের করতালি

ষড়যন্ত্রের সঙ্গে ভালবাসার প্রতিচ্ছবিময় এক কাল্পনিক কাহিনী উঠে এসেছে নাটকে

×