ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সালমান খানের পারিশ্রমিক ১৫০ কোটি! বিগ বস ১৯ নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০৫, ২৩ জুলাই ২০২৫

সালমান খানের পারিশ্রমিক ১৫০ কোটি! বিগ বস ১৯ নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবার তার ১৯তম সিজন নিয়ে ফিরছে নতুন উদ্যমে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের আসরেও হোস্ট হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। দীর্ঘদিন ধরেই ‘বিগ বস’ মানেই যেন সালমান খান—আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, সালমান খান এবার ‘বিগ বস ১৯’-এর জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি! প্রতিটি সপ্তাহান্তে (উইকেন্ড) তিনি ৮ থেকে ১০ কোটি রুপি করে পাবেন। মোট ১৫ সপ্তাহ ধরে সালমান এই শো হোস্ট করবেন বলে জানা গেছে।

এবারের ‘বিগ বস’ মূলত Jio Hotstar-এ প্রচারিত হবে ৩০ আগস্ট, ২০২৫ থেকে, এবং একই দিনেই কালার্স টিভিতে দেড় ঘণ্টা পর পুনঃপ্রচার হবে। তবে এবারের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় বাজেট কিছুটা কম রাখা হয়েছে বলে জানা গেছে।

২০২৩ সালে সালমান যখন ‘বিগ বস OTT 2’ হোস্ট করেছিলেন, তখন তিনি ৯৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। ‘বিগ বস ১৮’ ও ‘বিগ বস ১৭’-এর সময় তার পারিশ্রমিক ছিল যথাক্রমে ২৫০ কোটি ও ২০০ কোটি রুপি।

তবে এবার অন্যান্য হোস্টরাও থাকছেন সালমানের সঙ্গে। শুরুর প্রথম তিন মাস সালমান খান শোটি হোস্ট করবেন, এরপর বাকি দুই মাসে অতিথি হোস্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন অনিল কাপুর, করণ জোহর ও ফারাহ খান।

এছাড়া এবারের মৌসুমে অংশগ্রহণের জন্য গৌতুমি কাপুর, ধীরাজ ধুপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, গৌরব তানেজা, মিস্টার ফয়সু, অপর্ব মুখিজা, পুরভ ঝা, গৌরব খান্না, ধনশ্রী ভার্মা, শ্রীরাম চন্দ্র, আরশিফা খান ও মিকি মেকওভার-এর মতো তারকাদের নাম ঘুরছে আলোচনায়।

 

সূত্র: এনডিটিভি

মিরাজ খান

×