ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রেসিডেন্ট ট্রাম্পকে নিন্দা করে বিশ্ব মঞ্চে বক্তব্য রাখলেন ডোয়েসি

প্রকাশিত: ২০:৫৫, ১১ জুলাই ২০২৫

প্রেসিডেন্ট ট্রাম্পকে নিন্দা করে বিশ্ব মঞ্চে বক্তব্য রাখলেন ডোয়েসি

বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ২৬ বছর বয়সী নতুন প্রজন্মের এক প্রতিশ্রুতিশীল র‍্যাপার ডোয়েসি (Doechii), যিনি 'ডিনায়াল ইজ আ রিভার' নামক গানে পরিচিত, সম্প্রতি এক আন্তর্জাতিক মঞ্চে, BET অ্যাওয়ার্ডসে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্রভাবে নিন্দা করেছেন।

BET অ্যাওয়ার্ডসে ডোয়েসি কী বলেছিলেন?

BET অ্যাওয়ার্ড ২০২৫ সালের ৯ জুন লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়, ঠিক যখন শহরের আশপাশে ICE (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) রেইড চলছে। এসব রেইডের কারণে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা অনুষ্ঠানস্থলের কাছেও ঘটে বলে জানিয়েছে 'দ্য হলিউড রিপোর্টার'।

সেই অনুষ্ঠানে ডোয়েসি তার বক্তব্যে বলেন, "এতটা সম্মানিত হওয়া সত্ত্বেও, আমি বাইরে যা ঘটছে, তার ব্যাপারে কথা বলতে চাই। আমাদের কমিউনিটিতে যে নৃশংস আক্রমণ চলছে, তা ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলার নামে এটি করা হচ্ছে।" এরপর তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প সেনাবাহিনী ব্যবহার করছেন প্রতিবাদ থামাতে, এবং আমি চাই সবাই এই বিষয়টি নিয়ে ভাবুক, যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় যদি সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে কেমন সরকারের দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি?"

এছাড়া, ডোয়েসি সরকারের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে বলেন, "আমি অনুভব করি, এটা আমার দায়িত্ব হিসেবে একজন শিল্পী, এই মুহূর্তটি ব্যবহার করে সকল দমনমূলক জনগণের পক্ষে কথা বলার। কৃষ্ণাঙ্গদের, লাতিনোদের, ট্রান্স মানুষদের, গাজার মানুষদের পক্ষে।" তিনি আরও বলেন, "আমি আমার ভাই-বোনদের সাথে আছি এবং অবশ্যই ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি।"

সুত্রঃ https://bit.ly/40g418C

 

রাজু

×