ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শুটিং শেষে রেখার রুমে কমল হাসান, হঠাৎ হাজির হয়ে যা করলেন স্ত্রী বাণী

প্রকাশিত: ২০:৪৮, ৮ জুলাই ২০২৫

শুটিং শেষে রেখার রুমে কমল হাসান, হঠাৎ হাজির হয়ে যা করলেন স্ত্রী বাণী

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা এবং দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসানকে ঘিরে এক সময়ের তোলপাড় করা ঘটনা আজও ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে রহস্য হয়ে আছে। সেই ঘটনায় যুক্ত ছিলেন কমলের প্রথম স্ত্রী বাণী গণপতিও। ঘটনাস্থল ছিল চেন্নাইয়ের অভিজাত হোটেল চোলা শেরাটন। পুরো ঘটনা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে প্রকাশিত সাংবাদিকের স্মৃতিকথায় উঠে আসে সেই রাতের বর্ণনা। হোটেলের এক কর্মীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান—

“সেটা ১৯৭৯ সালের এক রাত। চোলা শেরাটনে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি হোটেলে চারদিকে হুলুস্থুল। রিসিপশনে থাকা মেয়েরা ফিসফিসিয়ে বলছিল, রেখা আর কমল হাসান একসঙ্গে রয়েছেন রেখার রুমে। ঠিক তখনই সেখানে হাজির হলেন কমলের স্ত্রী বাণী গণপতি। এরপর স্বামীকে প্রকাশ্যেই ধমক দিতে শুরু করেন তিনি।”

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘মিন্দুম কোকিলা’ ছবির শুটিং চলাকালীন কমল হাসান ও রেখার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষো চললেও কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। শোনা যায়, সেই কারণেই ‘মিন্দুম কোকিলা’ থেকে রেখাকে বাদ দিয়ে নেওয়া হয় মালয়ালম অভিনেত্রী দীপা (উন্নি মেরি)-কে।

তবে কমল হাসান ও রেখা দু’জনের কেউই এই ঘটনা নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। ফলে আজও এই গল্প সত্য না গুজব—তা নিশ্চিত নয়।

সেই সময় কমল হাসান ছিলেন বাণী গণপতির সঙ্গে বৈবাহিক সম্পর্কে। পরে অভিনেত্রী সারিকার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যায়, সারিকার গর্ভধারণের পর ১৯৮৮ সালে বাণীর সঙ্গে বিচ্ছেদ ঘটে এবং একই বছর সারিকাকে বিয়ে করেন কমল।

অন্যদিকে, রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়েও ফিল্মপাড়া কম আলোড়িত হয়নি। ‘সিলসিলা’ ছবির শুটিংয়ের সময় তাদের রসায়ন পর্দা ছাড়িয়ে বাস্তব জীবনেও দাগ ফেলেছিল বলে মনে করেন অনেকে। যদিও অমিতাভ ১৯৭৩ সালে জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন, রেখার উপস্থিতি তাদের সম্পর্ককে ঘিরে রহস্যের পর্দা ফেলেছিল বহুদিন।

পরবর্তী সময়ে রেখা শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কের পরিণতি ছিল করুণ। মুকেশ আগরওয়ালের মৃত্যুতে শেষ হয় সেই বিয়ে।

পর্দার আড়ালের এই গল্পগুলো আজও সিনেমার মতোই রোমাঞ্চকর। সত্য-মিথ্যার দোলাচলে দুলছে সেগুলো।

মিমিয়া

×