
ছবি:সংগৃহীত
শোবিজের ঝলমলে দুনিয়া থেকে সরে এসে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। দীর্ঘদিন ধরেই নিজের জীবনে এ পরিবর্তন নিয়ে এগিয়ে চলছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন লুবাবা।
পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার এই পরিবর্তন প্রায় এক বছর হলো। আমি আগেও বহু ভিডিওতে বলেছি, এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য নয়। আমি যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তারা জানেন কাজের সময় যদি নামাজের সময় হয়, আমি আগে নামাজ আদায় করি, তারপর কাজ করি।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘যেসব ব্র্যান্ড আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয়, কেবল তাদের সঙ্গেই কাজ করছি। সামনে আমি নিজেকে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে চাই। যদি সেটা সম্ভব না হয়, তবে একদিন মিডিয়া থেকেও সরে যাবো। কারণ, আমি চাই না আমার মাধ্যমে কেউ খারাপ কিছু শিখুক।’’
নিজের পরিবর্তনের গল্প তুলে ধরে লুবাবা বলেন, ‘‘আমি খুবই ছোট একটি মেয়ে। এই আলোকময় জীবনের পথ ছেড়ে আজ নিজেকে অনেকটা বদলে ফেলেছি। তবে কিছু মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা খুশি, মিথ্যা বলে আমাকে নিয়ে। আমি সবসময় ইগনোর করি, মাঝে মাঝে বাধ্য হয়ে কিছু লিখি।’’
পোস্টের শেষ দিকে তিনি সবার প্রতি দোয়া চেয়ে বলেন, ‘‘যদি কখনো ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করবেন। আর আমাকে দয়া করে আমার মতো থাকতে দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবন নিয়ে ভালো আছি। ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’’
আলীম