
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি 'দেনা-পাওনা' সিরিয়াল নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটিতে দুর্দান্ত অভিনয় করেছেন তাবাসসুম ছোঁয়া (নিপা) এবং অ্যালেন শুভ্র (খাইরুল)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাটকে তাদের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে, সেটি বাস্তবেও কিছু আছে কি না—এমন প্রশ্নে অ্যালেন শুভ্র বলেন, “কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো।”
তাবাসসুম ছোঁয়া (নিপা) সম্পর্কে বলতে গিয়ে অ্যালেন শুভ্র বলেন, “ও হচ্ছে জেন-জি জেনারেশন এবং ও খুবই দুষ্টু। আপনারা যেটা দেখছেন, সে ওটা না। ও প্রচণ্ড পরিমাণে আমাকে অপমান করে—মানে মজা করে, দুষ্টামি করে আরকি। সিরিয়াস না একদমই। ওকে দেখে-শুনে রাখতে হয়।”
ইমরান