ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

চলচ্চিত্র অভিনেতা রাজপাল যাদবের বাবা প্রয়াত –বাবাকে হারিয়ে তার শূন্যতা!

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৬:২০, ২৫ জানুয়ারি ২০২৫

চলচ্চিত্র অভিনেতা রাজপাল যাদবের বাবা প্রয়াত –বাবাকে হারিয়ে তার শূন্যতা!

বলিউড অভিনেতা রাজপাল যাদব তার বাবা নওরঙ্গ যাদবকে হারিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন নওরঙ্গ যাদব।

ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, রাজপাল যাদব তখন থাইল্যান্ডে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। বাবার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি দিল্লিতে ফিরে আসেন। সেখানে তার বাবা দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজপাল যাদবের বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তবে এই অভিনেতা এখনও বাবার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 'ভুল ভুলাইয়া' ছবির খ্যাতি পাওয়া রাজপাল যাদব ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। তিনি তার বাবার শেষকৃত্য নিজ জন্মস্থানে, অর্থাৎ শাহজাহানপুরে করাতে চান।

রাজু

×