ছবি: সংগৃহীত।
সম্প্রতি, দিল্লিতে এক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় শাহরুখকে। সেই অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই সময়ে, শাহরুখকে একদম কালো ডিজাইনার স্যুটে দেখা যায়, সঙ্গে হীরের ব্রুচ ও কালো সানগ্লাসে সাজানো তার স্টাইল। এমনকি, মঞ্চে দাঁড়িয়ে ‘ছাইয়া ছাইয়া’, ‘ঝুমে যো পাঠান’ এবং অন্যান্য জনপ্রিয় গানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে।
এটি এমন একটি ঘটনা, যা বলিউডের প্রথম সারির তারকাদের জন্য একেবারে নতুন নয়—তারা ব্যক্তিগত অনুষ্ঠানে যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিনে পারফর্ম করেন, তেমনি এসব ইভেন্টে পারফর্ম করাই তাঁদের উপার্জনের অন্যতম উৎস। শাহরুখ খানও এই তালিকায় ব্যতিক্রম নন। অভিনেতা হিসেবে নিজের শখ পূরণ করার পাশাপাশি, এসব অনুষ্ঠানে পারফর্ম করেও তিনি আয় করে থাকেন।
কিন্তু, জানেন কী, ব্যক্তিগত ইভেন্টে শাহরুখকে পারফর্ম করাতে কত টাকা খরচ হয়?
একটি প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান কোনো বিয়ে বা ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করতে নেন ৩ কোটি টাকা। তবে এই অনুষ্ঠানে একমাত্র শাহরুখই ছিলেন না, সেখানে পারফর্ম করেছিলেন সারা আলি খান, নোরা ফতেহি সহ আরও বেশ কয়েকজন তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের পরিচালক করণ জোহরও।
তবে, সম্প্রতি শাহরুখ আর এমন ইভেন্টে পারফর্ম করেন না। এ ব্যাপারে তার বন্ধু করণ জোহরের কাছে তিনি স্বীকার করেছেন, “এখন মনে হয় আমি শ্বশুরমশাই হয়ে গেছি। যখন ছোট ছিলাম, মনে হত জামাই বাবাজীবন নাচছে, কিন্তু এখন মনে হয় না। বয়স বাড়ছে, তাই আর এসব করতে ইচ্ছা হয় না।” তবে, বয়স শুধু সংখ্যা বলেই প্রমাণ করলেন শাহরুখ। আজও, নতুন প্রজন্মের তাবড় অভিনেতাদের জনপ্রিয়তাকেও তিনি অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন।
নুসরাত