ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাবার সঙ্গে যদি একদিন আড্ডা দিতে পারতাম: নিষাদ হুমায়ূন

প্রকাশিত: ০২:০২, ৩০ নভেম্বর ২০২৪

বাবার সঙ্গে যদি একদিন আড্ডা দিতে পারতাম: নিষাদ হুমায়ূন

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের প্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে তার ছেলে নিষাদ আহমেদ এক আবেগপূর্ণ সাক্ষাৎকারে বাবা হুমায়ূনের প্রতি তার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে নিষাদ আহমেদ জানান, "আমার কখনো কখনো একটু মন খারাপ লাগে, কারণ বাবার এবং আমার অনেক পছন্দ এক রকম ছিল। যেমন, আমি এবং বাবা দুজনই অ্যাস্ট্রো ফিজিক্স পছন্দ করি।"

তিনি আরও বলেন, "বাড়িতে বাবার একটি লাইব্রেরি আছে, সেখানে স্টিফেন হকিং, কার্লস হেগেনের মতো অ্যাস্ট্রো ফিজিক্স সম্পর্কিত অনেক বই ছিল। আমি অবাক হয়েছিলাম, কারণ আমি যে বইগুলো পড়ি, সেই বইগুলোই বাবা পছন্দ করতেন। যদি একদিন বাবার সাথে আড্ডা মারতে পারতাম, কী যে ভালো লাগতো!"

নিষাদ আহমেদ তার বাবার লেখা বই ‘ছেলেটা’ সম্পর্কে কথা বলেন, "বইটা পড়ে আমার মনে হয়েছে, এটি এক ধরনের ম্যাজিক্যাল অনুভূতি। কীভাবে বাবা এত সুন্দর করে লিখেছেন, তা আমি বুঝতে পারি না।" তিনি তার সমবয়সী বন্ধুদেরও এই বইটি পড়ার জন্য উৎসাহিত করেছেন এবং তাদের জন্যও এটি উপকারী হবে বলে মনে করেন।

এছাড়া, নিষাদ তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন, "আমিও বই লিখতে চাই। আমার বাবার লিগেসিটি চালিয়ে যেতে চাই। আমি আশাবাদী, আমার বইটি বের হলে সবাই এটি গ্রহণ করবেন।"

এই সাক্ষাৎকারে নিষাদ আহমেদের বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার লেখালেখির প্রতি গভীর আগ্রহ ফুটে ওঠে, যা সত্যিই তার বাবার মতামতকে সম্মান জানায় এবং তার বইয়ের ধারাবাহিকতা বজায় রাখতে একটি মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায়।

নুসরাত

×