ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আজ নিজ জন্মস্থান সৈয়দপুরে যাবেন বেবী নাজনীন

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ০১:৫০, ৩০ নভেম্বর ২০২৪

আজ নিজ জন্মস্থান সৈয়দপুরে যাবেন বেবী নাজনীন

বেবী নাজনীন। ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর জেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া-মাহফিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে মুনাজাতের অনুষ্ঠানে যোগ দিতে সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বেবী নাজনীন আজ নিজ জন্মস্থান শনিবার সৈয়দপুরে যাবেন।

এদিন সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামবেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কিছুটা সময় কাটাবেন সেখানে। পরে বিকালে সৈয়দপুর জেলা বিএনপি ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি অয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে মুনাজাতের অনুষ্ঠানে যোগ দেবেন।

শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো: আলমগীর হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে বেবী নাজনীনের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।  

রাজনৈতিক কারণে দীর্ঘ ৮ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটান বেবী নাজনীন। এরপর ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেন। ঢাকায় নানান ব্যাস্ততা শেষে জন্মভুমি সৈয়দপুরের উদ্দেশ্যে আজ রওয়ানা দেবেন। পরে দিনব্যাপী নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।

ব্লাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন মাত্র সাত বছর বয়স থেকে দেশের মঞ্চে গান গাওয়া শুরু করেন। এরপর ২০০৮ সাল পর্যন্ত গেয়ে যান। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে ২০১৪ সালের পর বাংলাদেশের কোনো স্টেজ শোতে আর দেখা যায়নি এই গুনিশিল্পীকে। তবে প্রবাস জীবনে ইউরোপ-আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাজনীতিতে সক্রিয় থাকায় গত জুন মাসে দেশের অন্যতম এ কন্ঠস¤্রাজ্ঞীকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। তার সঙ্গিতের ওস্তাদ ছিলেন বাবা মনসুর সরকার। পরে বিভিন্ন ওস্তাদের কাছে সংগীতের নানা দীক্ষায় নিজেকে সমৃদ্ধ করেন। ১৯৮০ সালে এহতেশামের ‘লাগাম’ সিনেমায় আজাদ রহমানের কথা ও সুরে প্রথম প্লেব্যাক করেন। তবে ১৯৮৭ সালে মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় ‘পত্রমিতা’ এ্যালবামটি তার সঙ্গিত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধারাবাহিক ভাবে ‘নিঃশব্দ সুর’, ‘কাল সারা রাত’, ‘প্রেম করিলেও দায়’, ‘দুচোখে ঘুম আসে না’ আধুনিক গানের এ সব অ্যালবাম তার শিল্পী জীবনের অবস্থান শক্ত করে।

তবে ‘ওই রংধনু থেকে’, ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’, ‘ও বন্ধু তুমি কই কই রে..’, এমন শ্রোতাপ্রিয় অনেক গান আজও মানুষের মুখে মুখে রয়েছে।

উল্লেখ্য, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন তিনি। নানা অজুহাতে বিগত সরকারের পুলিশ বাহিনীর হাতে অনেকবার আটক হন। নানা ভাবে হয়রানীর কারণে নিরাপত্তার অভাবে আট বছর আগে বাধ্য হয়ে দেশ ছাড়েন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ সঙ্গীত তারকা।

নুসরাত

×