ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মণিপুরী শাড়িতে দুয়া লিপা!

প্রকাশিত: ১২:২৮, ১৪ নভেম্বর ২০২৪

মণিপুরী শাড়িতে দুয়া লিপা!

ভাইরাল হওয়া সেই ছবি। ছবি:সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবেনীয় তারকা গায়িকা দুয়া লিপার একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকান জনপ্রিয় ম্যাগাজিনের ভোগের প্রচ্ছদে দুয়া লিপা ভারতের মণিপুরী শাড়ি পরিহিত অবস্থায় পোজ দিচ্ছেন। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি শাড়ি যেখানে ফুলের ডিজাইন করা। এছাড়াও তার গলায় ও কানে সোনার অলঙ্কারও দেখতে পাওয়া যায়। 
মূলত দক্ষিণ এশিয়ার অন্যতম পোশাক শাড়িতে এই বিখ্যাত গায়িকাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার ভক্তরা। সুন্দরী এই গায়িকার নজর কাড়া এই দেশী লুকের প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। 
তবে ছবিটি এডিট করা বলে দাবি করে বেশ কয়েকজন। অনেকের ধারণা এআই দিয়ে তৈরি ছবিটি৷ তবে ছবিটির কোনো  নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
এর আগে, গত বছরের শেষে ভারত সফর করেছিলেন বিশ্বখ্যাত পপতারকা দুয়া লিপা। তখনই দেশটির প্রেমে পড়ে গেছেন তিনি। তাই আবারও ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা।

নাহিদা

×