বিয়ন্স
অন্তর্জালে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় শনিবার। মনোনয়ন তালিকায় সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন আমেরিকান তারকা বিয়ন্সে। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য ১১টি বিভাগে মনোনীত হয়েছেন তিনি। এর সুবাদে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক মনোনয়ন পাওয়া শিল্পী বনে গেলেন এই সুপার স্টার। তার প্রাপ্ত মনোনয়ন সংখ্যা দাঁড়িয়েছে ৯৯। এবারের তালিকা প্রকাশের আগেও ৮৮টি মনোনয়ন নিয়ে আমেরিকান র্যাপার জে-জির সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিলেন তিনি। ব্যক্তি জীবনে তারা দম্পতি। এবার স্বামীকে টপকে গেলেন স্ত্রী! একই আসরে কোনো গায়িকারও ১১টি মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম। এদিক দিয়েও রেকর্ড গড়েছেন বিয়ন্সে।
দ্বিতীয় সর্বাধিক সাতটি করে মনোনয়ন পেয়েছেন আমেরিকান গায়িকা বিলি আইলিশ, ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স, আমেরিকান র্যাপার কেন্ড্রিক ল্যামার ও পোস্ট ম্যালোন। আমেরিকান গায়িকা টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও নবাগতা চ্যাপেল রোন ছয়টি করে বিভাগে মনোনীত হয়েছেন।
গ্র্যামির ইতিহাসে বিয়ন্সে সর্বাধিক ৩২টি পুরস্কার জিতলেও বর্ষসেরা অ্যালবাম বিভাগের ট্রফি একবারও ঘরে নিতে পারেননি। বর্ষসেরা অ্যালবাম বিভাগে মোট চারবার মনোনীত হয়েছেন বিয়ন্সে। এবার গ্র্যামির সর্বোচ্চ পুরস্কার তিনি জিতবেন কি না দেখা যাক।
এবারের গ্র্যামিতে ‘টেক্স হোল্ড’ এম গানের সুবাদে বর্ষসেরা রেকর্ড ও বর্ষসেরা গান বিভাগ দুটির মনোনয়ন তালিকাতেও আছে বিয়ন্সের নাম। এ ছাড়া পপ, র্যাপ ও আমেরিকানা বিভাগগুলোতে মনোনীত হয়েছেন তিনি।