বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু
প্রায় তিন যুগেরও বেশি ক্যারিয়ারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু কাজ করেছেন অনেক নায়কের বিপরীতে। কখনো কারো সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই গুঞ্জনের পালে ঝড়ো বাতাস লাগেনি। ফলে ৫৪ বছরেও টাবু থেকে গেছেন অবিবাহিত।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল অজয় দেবগনের সঙ্গে টাবুর সম্পর্ক। এই দুই শিল্পীকে ঘিরে এমন সংবাদও প্রচার হয়েছে, যেখানে দাবি করা হয়েছে- অজয়ের কারণেই নাকি কাউকে বিয়ে করেননি এই অভিনেত্রী।
আসলেই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু জানালেন বিষয়টি একেবারেই তা নয়। অভিনেত্রীর কথায়, তার ভাই আর্য ও অজয় দেবগন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।
টাবু জানান, যে ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি। এজন্য অজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো ঘটনা নেই।
অভিনেত্রী হিসেবে টাবুর প্রথম চলচ্চিত্র ছিল ভেঙ্কটেশের সঙ্গে তেলুগু ভাষায় ‘কুলি নম্বর ওয়ান’।
তাসমিম