ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

উরফির লক্ষ্য: দীপিকা-রণবীরের মেয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে

প্রকাশিত: ২৩:০৮, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:১১, ৮ নভেম্বর ২০২৪

উরফির লক্ষ্য: দীপিকা-রণবীরের মেয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে

নেটপাড়ার অতি পরিচিত মুখ উরফি জাভেদ। প্রথম দিকে নিন্দকেরা তাঁর নিন্দায় মেতেছিলেন ঠিকই, কিন্তু নেটপাড়ায় তাঁর ছবি এড়িয়ে যাবেন, এমন সাধ্য কার? ছবি শিকারিদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে দিতে পৌঁছে গিয়েছেন বলিউডের  পার্টি ও ফ্যাশন শো তে।

সম্প্রতি সাক্ষাৎকারে নেটপ্রভাবী জানান, তাঁর সবচেয়ে পছন্দের অভিনেতা রণবীর সিংহ।

উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সমাজিক  অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি?

উত্তরে উরফি নাম নেন রণবীরের। উরফি বলেন, “আমি রণবীরকে পছন্দ করি। এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রণবীর। তাই ওর মুখটা দেখতে চাই।”

তবে নেপথ্যে আরও একটি বিশেষ কারণ রয়েছে। উরফি নাকি দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংহের ছবি তুলতে চান।

তিনি বলেছেন, “আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এই সব বুদ্ধি ভালই আছে।”
 

রাজু

×