ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

এবার চরকি নিয়ে এলো “থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স”

প্রকাশিত: ১৬:৫৬, ৮ নভেম্বর ২০২৪

এবার চরকি নিয়ে এলো “থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স”

‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’

সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রেক্ষাগৃহে চলসে দুইটি সিনেমা। এর মধ্যে চরকি প্রকাশিত প্রেমের গল্পের ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখাসহ মুক্তি পেয়েছে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে।

চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। নির্মাতা রেজাউর রহমান বলেছেন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি শাখা,ও বালি আর্কেডে ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ দেখানো হচ্ছে।

এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম ও দিয়াবাড়ী উত্তরার মিউজিক মুভি থিয়েটারসহ ঢাকার বাইরের বেশকিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটি এসেছে।

ঢাকার বাইরের হলগুলো হল নারায়ণগঞ্জ সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার ম ম ইন, খুলনার সংগীতা সিনেমা, দিনাজপুরের মর্ডান সিনেমা,সৈয়দপুরের তামান্না সিনেমা,শান্তাহারের পূর্বাশা সিনেমা, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভারস্ক্রিন।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের চিত্রনাট্যে সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার। এতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

সিনেমার গল্প নিয়ে পরিচালক রেজাউর বলেন, "প্রথম সিনেমা, আমি খুবই এক্সাইটেড। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। অনেকটা রমকম ঘরানার। এই ধরনের সিনেমা আমার খুব পছন্দের। দর্শকেরও ভালো লাগবে।"

সিনেমায় আরও অভিনয় করেছেন, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর।

রিয়াদ

×